১ বছরের মধ্যে গ্যাসের দাম সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৮ ১৮:৫১:১২


যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক প্রাকৃতিক গ্যাসের সরবরাহ মূল্য ব্যাপক কমেছে। গত ১ বছরের মধ্যে যা সর্বনিম্ন। চলতি জানুয়ারিজুড়ে উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় জ্বালানি পণ্যটির এই দরপতন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

২০২৩ সালে এখন পর্যন্ত প্রাকৃতিক গ্যাসের চুক্তি হ্রাস পেয়েছে ১৭ শতাংশ। এ নিয়ে ১৯৯১ সালের পর প্রথমবারের মতো কোনো নতুন বছরে গ্যাসের বাজার এত খারাপভাবে যাত্রা শুরু করল।

এ বছরের শুরুতে বিশ্বের শীতলতম স্থানে ভালো পরিমাণ গ্যাসের দরকার হতে পারে বলে আভাস দেয়া হয়েছিল। তবে বর্তমান চাহিদা সেটার চেয়ে কম। কারণ, সেসব এলাকায় অতটা শীত পড়ছে না।

আগামী ফেব্রুয়ারির জন্য প্রাকৃতিক গ্যাসের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ বা ১ দশমিক শূন্য সেন্ট। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দর স্থির হয়েছে ৩ ডলার ৭১০ সেন্টে। গত ৩০ ডিসেম্বরের পর যা সবচেয়ে কম।

গত শুক্রবার প্রাকৃতিক গ্যাসের চুক্তি কমেছে ৫ শতাংশেরও ওপরে। এমএমবিটিইউপ্রতি দামের নিষ্পত্তি হয়েছে ৩ ডলার ৫২ সেন্টে। ২০২১ সালের জুলাইয়ের পর যা সর্বনিম্ন।

এক সপ্তাহে জ্বালানি পণ্যটির দাম পড়েছে ১৭ শতাংশ। আর গত ৩ সপ্তাহে হ্রাস পেয়েছে ৪৪ শতাংশ। ৩ সপ্তাহের হিসাবে ইতিহাসে যা সর্বনিম্ন।

এএ