একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউর সময় আবেদন মঞ্জুর করে ৩ মে শুনানির দিন ধার্য করেছেন আদালত। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
এর আগে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য ২৯ মার্চ আবেদন করেন নিজামী। নিজামীর রিভিউ দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করলে ৩০ মার্চ চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার বিষয়টি ৩ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
ওই দিন নিজামীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রিভিউ শুনানির জন্য এক সপ্তাহ সময় দেন সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউয়ের) জন্য নিজামীর আবেদন শুনানির জন্য আপিল বিভাগের আজকের কার্যতালিকায় আসে। রোববারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি ১৯ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত ছিল।
সঙ্গে ছিল শুনানি মুলতবির জন্য করা একটি আবেদনও। এদিন আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দ্বিতীয়বারের মত সময় বাড়ালো।
সানবিডি/ঢাকা/এসএস