রাষ্ট্রপতির ভাষণের ওপরে সংসদে ধন্যবাদ প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৮ ২০:২৪:৫২
একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন হয়েছে। রোববার (৮ জানুয়ারি) এ প্রস্তাব উত্থাপন করেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে আইন প্রণয়ন শেষে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় প্রথম দিনে অংশ নেন সরকার দলীয় সংসদ সদস্য শফিকুর রহমান, নুরউদ্দিন চৌধুরী নয়ন, আনোয়ারুল আবেদীন খান।
এ সময় অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা এই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করবেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাও ধন্যবাদ প্রস্তাবের পর আলোচনায় অংশ নেবেন। পরে সংসদে ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণ করা হবে।
গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ইংরেজি নতুন বছরের প্রথম এই অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এএ