কয়েক দিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হলো। পর্তুগালের প্রধান কোচের দায়িত্ব নিলেন রবার্তো মার্তিনেজ। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পর্তুগাল। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই পর্তুগালের দায়িত্ব ছাড়েন ফের্নান্দো সান্তোস। তাঁর জায়গাতেই দায়িত্ব নিতে যাচ্ছেন মার্তিনেজ।
২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর সান্তোসের অধীনে নিজেদের ইতিহাসে সেরা সাফল্য পায় পর্তুগাল। ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশন্স লিগের ২০১৮-১৯ মৌসুমের শিরোপা জেতেন ক্রিস্তিয়ানো রোনালদোরা।
এদিকে ২০১৬ সালে বেলজিয়ামের দায়িত্ব নেন মার্তিনেজ। তাঁর অধীনে ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেন হ্যাজার্ড-ডি ব্রুইনরা। কাতার বিশ্বকাপের আগেই বেলজিয়ামের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মার্তিনেজ। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার দিনই চাকরি ছাড়েন তিনি।
এএ