২৯ দশমিক ৬ শতাংশ কমেছে ইউক্রেনের শস্য রফতানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১০ ০৯:৩৪:২৮

রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানি হয়েছে ২ কোটি ৩৬ লাখ টন, যেখানে আগের মৌসুমে দেশটি থেকে রফতানি হয়েছিল ৩ কোটি ৩৫ লাখ টন খাদ্যশস্য। সে হিসাবে এবার রফতানি আগের মৌসুমের তুলনায় ২৯ দশমিক ৬ শতাংশ কমেছে। গতকাল দেশটির কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। খবর রয়টার্স।
মোট রফতানি হওয়া শস্যের মধ্যে ৮৬ লাখ টন গম, ১ কোটি ৩৩ লাখ টন ভুট্টা ও ১৭ লাখ টন ছিল বার্লি। রাশিয়ার চালানো আগ্রাসনের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর জুলাইয়ের শেষ নাগাদ ব্ল্যাক সির তিনটি ইউক্রেনীয় বন্দর খুলে দেয়া হয়। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যেকার এক চুক্তির পরে এসব বন্দর খোলা হয়।
দেশটির সরকার বলছে, চলতি বছর ইউক্রেন ৫ কোটি ১০ লাখ টন শস্য সংগ্রহ করতে পারে, যেখানে ২০২১ সালে ৮ কোটি ৬০ লাখ টন ফসল উৎপাদনের রেকর্ড করে। কিন্তু এবার রুশ সেনাদের কাছে বেশকিছু ভূমি হারিয়ে ফেলেছে ইউক্রেন, তাছাড়া ফলনও হয়েছে বেশ কম।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













