২৯ দশমিক ৬ শতাংশ কমেছে ইউক্রেনের শস্য রফতানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১০ ০৯:৩৪:২৮


রাশিয়ার আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানি হয়েছে ২ কোটি ৩৬ লাখ টন, যেখানে আগের মৌসুমে দেশটি থেকে রফতানি হয়েছিল ৩ কোটি ৩৫ লাখ টন খাদ্যশস্য। সে হিসাবে এবার রফতানি আগের মৌসুমের তুলনায় ২৯ দশমিক ৬ শতাংশ কমেছে। গতকাল দেশটির কৃষি মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। খবর রয়টার্স।

মোট রফতানি হওয়া শস্যের মধ্যে ৮৬ লাখ টন গম, ১ কোটি ৩৩ লাখ টন ভুট্টা ও ১৭ লাখ টন ছিল বার্লি। রাশিয়ার চালানো আগ্রাসনের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর জুলাইয়ের শেষ নাগাদ ব্ল্যাক সির তিনটি ইউক্রেনীয় বন্দর খুলে দেয়া হয়। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় মস্কো ও কিয়েভের মধ্যেকার এক চুক্তির পরে এসব বন্দর খোলা হয়।

দেশটির সরকার বলছে, চলতি বছর ইউক্রেন ৫ কোটি ১০ লাখ টন শস্য সংগ্রহ করতে পারে, যেখানে ২০২১ সালে ৮ কোটি ৬০ লাখ টন ফসল উৎপাদনের রেকর্ড করে। কিন্তু এবার রুশ সেনাদের কাছে বেশকিছু ভূমি হারিয়ে ফেলেছে ইউক্রেন, তাছাড়া ফলনও হয়েছে বেশ কম।

এনজে