বৈশ্বিক অর্থনীতি ‘বিপজ্জনকভাবে মন্দায়’ পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। করোনা মহামারি পূর্ববর্তী সময়ের তুলনায় ধীরগতির হবে প্রবৃদ্ধি। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এমন সতর্কবার্তা দিয়েছেন। খবর ফ্রান্স ২৪ এর।
মঙ্গলবার (১০ জানুয়ারি) তিনি এই সতর্কবার্তা দিয়ে জানান, চলতি বছর বিশ্বব্যাপী প্রবৃদ্ধি হতে পারে এক দশমিক ৭ শতাংশ। যা ১৯৯১ সালের পর সবচেয়ে কম। অথচ গেলো জুনেও ৩ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল বিশ্ব ব্যাংক। এরজন্য ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন এবং মহামারিকে দায়ী করা হচ্ছে।
ডেভিড ম্যালপাস জানান, চলতি বছর প্রত্যেক দেশে মানুষের গড় আয়ের সক্ষমতা কমবে। যা মহামারির আগের সময়ের তুলনায়ও কম।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, প্রাকৃতিক গ্যাস ও জ্বালানিকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে কারণে দুর্বল অর্থনীতির দিকে এগোচ্ছে চীন-যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পরাক্রমশালীরা। যার ধাক্কা পোহাবে অনুন্নত এবং দরিদ্র দেশগুলো। বিশ্ব ব্যাংকের প্রত্যাশা, গেলো বছরের তুলনায় নিত্যপণ্যের দাম তুলনামূলক কমবে।
এম জি