জয়পুরহাট শহরের নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে নেশা সেবন করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাং লিডারসহ চার সদস্যকে গ্রেফতারকরেছে র্যাব।
বুধবার (১১ জানুয়ারি) ভোরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার নতুন হাট এলাকার ওবায়দুলের ছেলে কিশোর গ্যাংয়ের লিডার গোলাম রব্বানী (২৪), শান্তিনগর মহল্লার, শাহিন হোসেন (২৩), নতুন হাট শেখপাড়া মহল্লার আলতাব শেখের ছেলে, ফাহিম শেখ (২০) ও নজরুল শেখের ছেলে, ইব্রাহীম হোসেন (২০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-৫ মিপিসি-৩ সদস্যরা।
তিনি আরও জানান, অভিযুক্ত চারজন এলাকায় কিশোর সন্ত্রাসী হিসেবে পরিচিত। এরা সবাই রব্বানী গ্রুপের সদস্য যেখানে রব্বানী তাদের গ্রুপ লিডার (গ্যাং লিডার)। গ্যাং লিডার গোলাম রব্বানীর নামে পূর্বে একটি অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। মো. শাহিন হোসেনের নামে মামলা রয়েছে। তারা প্রায় ৭ থেকে ৮ জন একত্রিত হয়ে জয়পুরহাট সদর থানার নতুনহাট গরুর হাটের পরিত্যক্ত দোকানের পেছনে সমবেত হয়ে গাঁজা ও ফেন্সিডিল সেবন করে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছে ধারালো টিপ চাকু, ফেন্সিডিলের বোতল, গাঁজার পুরিয়াসহ মাদক সেবন করার অন্যান্য সরঞ্জামাদিও পাওয়া যায়।
এম জি