কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বুধবার সকালে যে হাজার হাজার ফ্লাইট বন্ধ করা হয়েছিল, তা আবার আস্তে আস্তে চালু হতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বিমান চলাচলবিষয়ক সরকারি সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিষয়টি নিশ্চিত করেছে।
এফএএ এর আগে জানিয়েছিল, ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে বেশ কয়েক ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্রজুড়ে সব অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ফ্লাইট নিয়ন্ত্রণব্যবস্থায় একটি ত্রুটির কারণে বৈমানিকরা নোটিশ টু এয়ার মিশনব্যবস্থায় বিপদের ঝুঁকি রয়েছে এমন বার্তা পাঠাচ্ছিল।
তবে এফএএ নতুন করে জানিয়েছে, ফ্লাইট চলাচল আস্তে আস্তে শুরু হচ্ছে। নিউইয়র্ক ও আটলান্টার মধ্যে এরই মধ্যে বেশ কিছু ফ্লাইট তাদের গন্তব্যে রওনা হয়েছে। অন্যান্য বিমানবন্দর সকাল ৯টার মধ্যে চালু হয়ে যাবে।
এএ