দক্ষিণ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের একটি পুকুরে হঠাৎ করেই সৃষ্টি হয়েছে বিশালাকার গর্তের। এর ফলে অল্প সময়ের মধ্যেই পুকুরটি পানিশূন্য হয়ে যায়। আর গায়েব হয়ে যায় ২৫ টন মাছ।
চীনের সংবাদমাধ্যম পিপলস ডেইলি জানিয়েছে, ওই পুকুরটির মালিকের নাম ইয়াং। তিনি পুকুরটিতে বাণিজ্যিক উদ্দেশ্যে মাছ চাষ করতেন। ভোর ৪টা থেকে সকাল ৯টার মধ্যে পুকুরটি পানিশূন্য হয়ে যায়।
কী কারণে পুকুরের মধ্যে এ ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, তার কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, পাশের খনির কারণে হয়তো এ ঘটনা ঘটে থাকতে পারে। অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
https://youtu.be/IHSx1fERPe8