এই বৈশাখে বেশিরভাগ শিল্পীই নতুন নতুন অ্যালবাম ছাড়ছেন। কিন্তু পড়শী ভক্তদের জন্য দু:সংবাদ, বৈশাখে নতুন কোন অ্যালবাম আসছে না তার। তবে বৈশাখজুড়েই গান নিয়েই থাকছেন। দেশজুড়ে স্টেজ শোতে পারফর্ম করবেন তিনি।
পড়শীর বরাত দিয়ে তার ভাই স্বাক্ষর বাংলামেইলকে জানিয়েছেন, ‘১৪ এপ্রিল চট্রগ্রাম ও ১৫ এপ্রিল নারায়নগঞ্জে শোতে পারফর্ম করবে পড়শী। মে’র প্রথম সপ্তাহে সুইজারল্যান্ডে কনসার্টে যাবেন। পড়শী বর্তমানে স্টেজ শো নিয়ে আমেরিকায় অবস্থান করছেন। ফিরবেন আগামীকাল।’
বেশ কদিন ধরেই ফেসবুকের বাইরে দেখা যাচ্ছে পড়শীকে। কারণটা কি? স্বাক্ষর জানালেন, ‘ব্যক্তিগত কিছু কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখা হয়েছে। মের প্রথম সপ্তাহে অ্যাকাউন্টটি ফের অ্যাক্টিভ করা হবে।’
সর্বশেষ ‘আমারো পরান যাহা চায়’ শিরোনামে রবিঠাকুরের গানটি নিয়ে মিউজিক ভিডিও করেছিলেন পড়শী।