আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামায়াতকে ছাড়া বিএনপি অচল। জামায়াতের সমর্থন আছে। তাদের কর্মীবাহিনী আছে। মিছিল সমাবেশ বড় করতে হলে জামায়াতকে তাদের লাগবে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করা আদালতের উপর নির্ভর করে। স্বপ্রণোদিত হয়ে জামায়াতকে আমরা নিষিদ্ধ করতে যাব না।
এসময় তিনি বলেন, বিএনপির গতকালের সমাবেশ অনেক বড় হয়েছে, অস্বীকার করার সুযোগ নেই।
বিএনপির গণ অবস্থান নিয়ে তিনি বলেন, সহিংস পরিস্থিতি কোথাও হয়নি। ফরিদপুরে তাদের মিছিল থেকে পুলিশের উপর ঢিল নিক্ষেপ করা হয়েছে।
এম জি