বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
এগিয়ে চলছে পহেলা বৈশাখের প্রস্তুুতি
প্রকাশিত - এপ্রিল ১১, ২০১৬ ১:০১ পিএম
আসছে চৈত্র সংক্রান্তী ও পহেলা বৈশাখ উৎযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিদ্যালয় নানা আয়োজনের পসরা সাজাতে শুরু করেছে । বৈশাখের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রাকে অতীতের চেয়ে আরও উৎসবমুখর করে তুলতে ।বাঘ,হাতি,ঘোড়া,মোরগ,বক,পুতুল,ব্যাঙ,পেঁচা,মুখোশ,পাখা তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছে চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ।
বাংলার জনপদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের ঐতিহাসিক ধারাকে লালন করতে এবং বাংলার লোকসংস্কৃতির অসামান্য, অনন্য ও বর্ণাঢ্য ধারাকে সংরক্ষণের প্রয়াসে পহেলা বৈশাখকে স্বাগত জানাতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয় ।
চৈত্র সংক্রান্তীতে থাকছে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ২য় বারের মত দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী নৃত্যপালা । নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের পরিবেশনায় নুসরাত শারমিনের নির্দেশনায় থাকছে নাটক “পদ্মাবতীর আখ্যান”,প্রথমবারের মতো ফোকলোর বিভাগের আয়োজনে থাকছে লোকজ খেলনার প্রদর্শনী,সঙ,লোক সঙ্গীত-গান-নৃত্য আর ছড়ানাট্য। এছাড়াও পহেলা বৈশাখের সকালে সঙ্গীত বিভাগ গানে গানে ও পান্তা ভর্তায় শাশ^ত বাঙ্গালীর ঐতিহ্য পহেলা বৈশাখকে বরণ করে নিবেন ।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.