রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি (সিএসটি) বিভাগের ১০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। রোববার সকাল ৮টায় কৃষি অনুষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ।
উদ্বোধন পর্ব শেষে উপাচার্য ও উপ-উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. শাহানা কায়েস এবং উপ-উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোসলেহ উদ্দিন। ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ড. মো. খাইরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপাচার্য ও উপ-উপাচার্য।
এসময় তাঁরা বলেন, সিএসটি বিভাগ কৃষিবিদ তৈরিতে ও কৃষিক্ষেত্রে অসামান্য অবদান রাখছে যা প্রশংসনীয়। দশ বছরে এই বিভাগের অনেক অগ্রগতি হয়েছে। আগামীতে এই বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা দেশের কৃষি খাতের উন্নয়নে আরো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর পর কৃষি অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন উপাচার্য ও উপ-উপাচার্যসহ ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের শিক্ষক ও চার শতাধিক নবীন প্রবীণ শিক্ষার্থী।
এদিকে বিকেল সাড়ে ৩ টায় বিশ^বিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ, বিদায়, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. শাহানা কায়েস, এবং কৃষি অনুষদের নব নির্বাচিত ডীন অধ্যাপক ড. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসলেহ উদ্দীন।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস