কাতার বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। ব্যর্থতার দায় মাথায় নিয়ে কোচের পদ ছাড়েন তিতে। তার পর থেকে ফাঁকা পড়ে আছে নেইমারদের প্রধান কোচের পদ।
স্প্যানিশ সংবাদমাধ্যম ফুটবল এস্পানার খবর, সবকিছু ঠিক থাকলে ব্রাজিল দলের ডাগআউটে বসতে যাচ্ছেন স্পেনের সাবেক কোচ লুইস এনরিকে।
তিতের পদত্যাগের পর ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে অনেকের নামই সামনে এসেছে। এর মধ্যে আছেন কার্লো আনচেলত্তি, জিনেদিন জিদান, হোসে মরিনহো। তবে কোনো নামই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। নতুন করে সামনে এসেছে লুইস এনরিকের নাম। ব্রাজিলের পক্ষ থেকে এরই মধ্যে এনরিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তবে দেশের বাইরে থেকে কোচ নিয়োগ দেওয়া নিয়ে এরই মধ্যে প্রশ্নের মুখে পড়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। রিভালদোর মতো সাবেক তারকাদের অনেকে ব্রাজিলের বাইরে থেকে কোচ নিয়োগ দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এমন কিছু হলে সেটি ব্রাজিলের ফুটবল-সংস্কৃতির অপমান বলেও মন্তব্য করছিলেন বিশ্বকাপজয়ী রিভালদো।
এম জি