ইন্দো-প্যাসিফিক জোটে যোগদানে বাংলাদেশের আপত্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৩ ১৫:৫২:৫৮

ইন্দো-প্যাসিফিক জোটে যোগদানে বাংলাদেশের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমিতে আতিফুল হাই শিবলীর স্মারক বই উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই জোট থেকে লাভবান হলে বাংলাদেশ যোগদান করবে। মানবাধিকার ও গণতন্ত্রে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাংলদেশ মেনে চলবে বলে এ সময় উল্লেখ করেন এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের সুপারিশ গঠনমূলক ও জনগণের কল্যাণে হলে তা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৩ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে নতুন অর্থনৈতিক জোট ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) এর উদ্বোধন করেন। বাংলাদেশকে এই জোটে যুক্ত করতে শুরু থেকে আগ্রহী যুক্তরাষ্ট্র।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করা আইপিইএফ এর ঘোষিত লক্ষ্য। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতেই এই কৌশলগত অর্থনৈতিক জোট।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













