গোপন ঘরে সবসময়ই থাকে রহস্যের গন্ধ। কৌতুহলেরও শেষ নেই গোপন ঘরগুলোকে নিয়ে। এমন একটা ঘর- যা কিনা সবার অগোচরে, কেবল জানবে ঘরের বাসিন্দাই।
আর্টিস্ট বিয়ানকোশক নিজেও গোপন ঘরের প্রতি কৌতুহলী। ইতালির মিলানের কিছু পরিত্যক্ত ম্যানহোলকে বদলে দিয়েছেন আন্ডারগ্রাউন্ড সিক্রেট রুমে।
মিলানের লোদি এলাকার এ ম্যানহলগুলোই তার ভূগর্ভস্থ ক্ষুদ্র বাসস্থান। তার এই কাজের অনুপ্রেরণা হচ্ছেন সেসব মানুষ যারা রোমানিয়ার বুখারেস্টের নর্দমা ব্যবস্থাপনাকে বাসস্থানে রূপান্তর করার কথা ভাবছেন।
বিয়ানকোশক মোট তিনটি ম্যানহলকে বসবাসযোগ্য ভিন্নমাত্রিক ঘরে রূপান্তর করেছেন। এর মধ্যে একটি স্নানঘর, ছোট ছোট ব্যবহার্য সামগ্রী দিয়ে সাজানো একটি রান্নাঘর ও অন্য আরেকটি ঘর। এই সিরিজের নাম তিনি দিয়েছেন বর্ডারলাইফ।
আর্টিস্ট বিয়ানকোশক তার নিজস্ব ওয়েবসাইটে লিখেছেন, ঘরগুলোকে আরামদায়ক করতে যদিও কিছু সমস্যা এড়ানো যাবে না।
তারপরও, ঘরগুলো নিঃসন্দেহে ‘ইনোভেটিভ’ বৈকি!
তথ্যসূত্র: ইন্টারনেট।