বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে এইচপি। 'স্পেকট্র' নামের এই ল্যাপটপটির পুরুত্ব মাত্র ০.৪ ইঞ্চি এবং ওজন অ্যাপলের ১৩ ইঞ্চি ডিসপ্লের ম্যাকবুক এয়ারের থেকেও কম। খবর টেকরাডারের।
ল্যাপটপটিতে থাকছে অত্যাধুনিক সব ফিচার। ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে, ইন্টেল কোর আই৭ প্রসেসর, ৮ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ স্পেস।
আরো লক্ষণীয় হলো, ল্যাপটপটি একবার চার্জ দিলে ব্যবহার করা যাবে ১০ ঘণ্টা পর্যন্ত। যারা গান শুনতে ভালোবাসেন, তাদের জন্যও ল্যাপটপটি হবে দারুণ এক অনুষঙ্গ। কারণ এতে ব্যবহার করা হয়েছে ব্যাং অ্যান্ড ওলাফসেনের তৈরি সাউন্ড ইকুইপমেন্ট।
ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৭০ ডলার। চলতি মাসের ২৫ তারিখ থেকে এইচপি এবং বেস্ট বাই-এর ওয়েবসাইট থেকে ল্যাপটপটির জন্য অগ্রিম বুকিং দেওয়া যাবে।
সানবিডি/ঢাকা/এসএস