ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৯ দশমিক ৭৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭৭ কোটি ৪৭ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ কোটি ৪৯ লাখ ৪২ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩১ কোটি ২ লাখ ৬৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৬ কোটি ২০ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর বেড়েছে ১২ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৬ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১২.৯৭ শতাংশ, নাভানা ফার্মার ১২.১৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১১.৮৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১০.৪৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.৯১ শতাংশ, এডিএন টেলিকমের ৯.৭৯ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের ৯.৭২ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস