এলসি কমলেও পণ্য আমদানিতে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৪ ১৫:০৩:৪১

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, এলসি কমলেও পণ্য আমদানিতে কোনো প্রভাব পড়বে না। তাই রমজানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নাইজেরিয়ার যোগাযোগ ও ডিজিটাল ইকোনমি মন্ত্রী ইসা আলী ইব্রাহিম পানতামির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বাণিজ্য বাড়াতে আলোচনা হয়েছে। নাইজেরিয়ার মন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খুব মানসম্মত। তাই নাইজেরিয়ায় তৈরি পোশাক রফতানির সুযোগ রয়েছে বলে জানান তিনি।
আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়বে বলেও প্রত্যাশা করেন ইসা আলী ইব্রাহিম।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













