[caption id="attachment_24287" align="aligncenter" width="960"] মাদার তেরেসা গোল্ড মেডেল গ্রহন করছেন কেপিসি ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকারী কাজী সাজেদুর রহমান।[/caption]
মাদার তেরেসা গোল্ড মেডেল গ্রহন করছেন কেপিসি ইন্ডাস্ট্রিজের সত্ত্বাধিকারী কাজী সাজেদুর রহমান। এরআগে এই তরুণ উদ্যোক্তা এসএমই ফাউন্ডেশন থেকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০১৬’অর্জন করেছে।
‘মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের করণীয়’ ও ‘ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা গোল্ড মেডেল প্রদান-২০১৬ অনুষ্ঠানে তিনি এ পদক গ্রহঃণ করেন। সোমবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
একুশে স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা। এছাড়া দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানেন তারা যেন সঠিকভাবে তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে সমাজের বিশিষ্ট গুণীজনদের “মাদার তেরেসা গোল্ড মেডেল” প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে স্মৃতি সংসদের সভাপতি ভাষাসৈনিক রেজাউল করিম।
সানবিডি/ঢাকা/আহো/এসএস