নাশকতার মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান (শিমুল বিশ্বাস)।
সোমবার (১৬ জানুয়ারি) হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চের কার্যতালিকায় তার জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পাঁচটি নাশকতার মামলা হয়। এসব মামলায় বিএনপির কয়েকশ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নেতাদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আবদুস সালাম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, শামসুর রহমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন প্রমুখ রয়েছেন।
এম জি