বিপিএলের নবম আসরে ঢাকা পর্বে প্রথম চার ম্যাচের চারটিতেই জিতে চট্টগ্রামে পা রেখেছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। টানা পঞ্চম জয়ের লক্ষ্যে চট্টগ্রাম পর্বে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে সিলেট। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে টস হেরে বোলিংয়ে নামবে সিলেট স্ট্রাইকার্স।
এর আগে দুই দলের মুখোমুখি সাক্ষাতে সহজ জয় পেয়েছিল সিলেট। সেই ম্যাচে টসে হেরে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নাসির হোসেনের ঢাকা। আগে ব্যাটিং করে সিলেট করেছিল ২০১ রানের বিশাল স্কোর। জবাবে ১৩৯ রানের বেশি তুলতে পারেনি ঢাকা শিবির।
ঢাকা ডমিনেটর্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), দিলশান মুনাবিরা, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ আরিফুল হক, উসমান গণি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, সালমান ইরশাদ, রবিন দাস।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকির হাসান, মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন।
এম জি