কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদপান করে আওয়ামী লীগ নেতাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১৬ জানুয়ারি) কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে তারা মদ্যপান করেছিলেন।
মৃতরা হলেন- কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭) ও জহির রায়হান জজ (৫৮), পৌর বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোবিন্দ বিশ্বাস (৪৫) এবং রিকশাচালক শাজাহান মিয়া (৫২)। তিনি রোববার রাতে মারা যান।
পুলিশ জানায়, রোববার রাতে কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে মদ্যপান করে তারা বাসায় ফেরে। এর পর থেকে বমি শুরু করে সবাই। পরিবারের সদস্যরা তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সোমবার সকালে একের পর এক তারা হাসপাতালে মারা যান।
অন্যদিকে হাবিবুর রহমানকে মুমূর্ষু অবস্থায় রাতে ঢাকায় চিকিৎসার জন্য পাঠালে তিনি সেখানে লাইফসাপোর্টে আছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
এম জি