অসুস্থ রাজনীতি বন্ধ না করলে বিএনপিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নেতাদের মতো দলটিরও এখন চিকিৎসার দরকার।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ভেসে আসেনি। এ দলের শিকড় বাংলার মাটির অনেক গভীরে। সরকারকে সরানোর চেষ্টা করলে জনগণ চুপ করে থাকবে না।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের আরও বলেন, সত্য কথা বলার মতো সাহস নেই বিএনপি নেতাদের। তারা মিথ্যাচারের রাজনীতি করে।
এর আগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশের কারণেই বিএনপি অশান্তি করতে পারছে না।
এম জি