ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরে আজ থেকে শুরু হচ্ছে মুস্তাফিজুর রহমানের মিশন। তার দল সানরাইজার্স হায়দরাবাদ সফর করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাংলাদেশের দুই ক্রিকেটার এবারের আসরে খেলছেন। সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে জিতেছে। কিন্তু দলে ছিলেন না তিনি।
তবে আজ নিজেদের প্রথম ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা প্রবল। বিশেষজ্ঞরা তেমনটাই মনে করছেন। ২০১৩ সালে ডেকান চার্জারের বদলে আইপিএল-এ অন্তর্ভুক্ত হয় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু ৩ মৌসুমে তারা তেমন ঝলক দেখাতে পারেনি। তাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার গত মৌসুমে ৫৬২ রান করে গোলাপি ক্যাপ ধারণ করলেও দলকে সুবিধাজনক স্থানে নিতে পারেননি। ষষ্ঠ স্থানে থেকে শেষ করে তারা।
তবে সানরাইজার্সের এবারের দলটা বেশ সুসংহত। ডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসনের সঙ্গে আছেন ইয়ন মরগান। আর বোলিং ভারতের আশিষ নেহরার সঙ্গে সবচেয়ে বড় শক্তি বাংলাদেশের প্রতিভাবান পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়া আছেন ট্রেন্ট বোল্ট ও ভুবনেশ্বর কুমার। এতে এবারের আসরে বোলিংয়ে সবচেয়ে শক্তিশালী মনে করা হচ্ছে সানরাইজার্সকে।
বিশেষ করে মুস্তাফিজের দলে অন্তর্ভুক্তিটাকে তাদের সবচেয়ে ইতিবাচক দিক দেখা হচ্ছে। মুস্তাফিজকে দলে নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত সানরাইজার্সের মেন্টর ভিভিএস লক্ষণ। আর কোচ টম মুডি তো তার প্রশংসায় পঞ্চমুখ। আর ভারতীয় মিডিয়া মনে করছে, মুস্তাফিজকে অনেক কম দামে পেয়েছে সানরাইজার্স।
মুস্তাফিজ আজ একাদশে জায়গা পেলে তার লড়াইটাও হবে কঠিন। ক্যারিয়ারের প্রথম আইপিএল’র ম্যাচে স্নায়ু উত্তেজনা কাজ করবে। আর প্রতিপক্ষ হিসেবে পাবেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ও ক্রিস গেইলকে।