সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে প্রযুক্তি নির্ভর আর্থিক সেবা প্রদানে সারাদেশে ভিলেজ ডিজিটাল বুথ প্রতিষ্ঠায় এটুআইয়ের পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম ‘একপে’ এবং জয়তুন বিজনেস সলিউশনস একসাথে কাজ করবে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি ) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এটুআই এবং জয়তুন বিজনেস সলিউশনসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এটুআইয়ের পক্ষে প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং জয়তুন বিজনেস সলিউশনসের চেয়ারম্যান মো. আরফান আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ভিলেজ বুথের মাধ্যমে গ্রামের সুবিধা বঞ্চিত জনগণের নিকটে সেবা পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে ভিলেজ বুথ নিরাপদ ও উন্নত মানের সেবা প্রদান, পল্লী এলাকার আর্থিক উন্নয়ন, সকলের ধরণের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ, এসডিজির কাউকে পেছনে ফেলে নয় স্লোগানের বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, ভিলেজ বুথ দেশের আর্থিক সেবাভুক্তির কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এই উদ্যোগে প্রান্তিক মানুষের আর্থিক সেবা নিশ্চিতকরণে কাজ করবে। যার ফলে ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং বাস্তবায়িত হবে প্রধানমন্ত্রীর স্বপ্ন।
জয়তুন বিজনেস সলিউশনসেরর চেয়ারম্যান মো. আরফান আলী বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে ডিজিটাল বুথ বিশেষ ভূমিকা পালন করবে। বিশেষ করে আর্থিক অর্ন্তভূক্তির ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার সাথে সম্পৃক্ত করে ব্যাংকিং, ইন্সুরেন্স, পরিষেবা ফি প্রদানসহ অন্যান্য সকল ধরণের পেমেন্ট, আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত করে গ্রামীণ পর্যায়ে দেশের উন্নয়ন নিশ্চিত করবে।
এই ভিলেজ ডিজিটাল বুথ একটি গ্রামীণ আর্থিক সেবা কেন্দ্র । এই বুথ থেকে ডিজিটাল আর্থিক সেবাসহ বিভিন্ন প্রকার ই-সেবা প্রদান নিশ্চিত করা হবে। সকল ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সেবা, সরকারি পরিষেবা বিল পরিশোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বিল পরিশোধ, টেলিমেডিসিন, ই-টিকেটিং ইত্যাদি সেবা বিশেষভাবে উল্লেখযোগ্য। ভিলেজ বুথের মাধ্যমে সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল ধরনের সেবাগুলো এক জায়গা থেকে পাওয়া যাবে। এতে গ্রামীণ অঞ্চলে সুবিধাবঞ্চিত ও প্রাতিষ্ঠানিকভাবে আর্থিকসেবা বহির্ভুক্ত জনগোষ্ঠী তাদের আর্থিক সেবা গ্রহণে অনেক বেশি সময়, কষ্ট ও অর্থের সাশ্রয় করতে পারবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জয়তুন বিজনেস সলিউশনস এর ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসাইন, এটুআই-এর হেড অব ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ডিজিটাল সেন্টার মো. তহুরুল হাসান এবং এটুআই, জয়তুন বিজনেস সলিউশনসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
আই এইচ