এক যুগ আগে চালু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জিএসসি) পরীক্ষা। শেষবার এই পরীক্ষাগুলোয় অংশ নিয়েছিল প্রায় ৩০ লাখ শিক্ষার্থী।
বৃত্তি পরীক্ষা বাতিলের পক্ষে যুক্তি ছিল এসএসসি ও সমমানের পরীক্ষার আগে দুটি জাতীয় পর্যায়ের পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের তৈরি করে নেয়া। কিন্তু এই পরীক্ষা নিয়েও ছিল অনেক সমালোচনা।
করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর গত বছর থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী বাতিল করে চালু হয় আগের সময়ের বৃত্তি পরীক্ষা। নতুন শিক্ষাক্রমে জুনিয়র স্কুল সার্টিফিকেট নেয়ার সুযোগ না থাকায় এবার থেকে বাতিল করা হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা।
এমন অবস্থায় শিক্ষার্থীদের মাঝেও প্রশ্ন তাহলে কি আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা।
এ বিষয়ে প্রাথমিত ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ জানান, গতবছরের মতই চলমান থাকবে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা।
তবে সাবেক শিক্ষা সচিব শিক্ষাবিদ এনআই খান মনে করেন, এক পরীক্ষা বাতিল করে আবার বৃত্তি পরীক্ষা চালু করা ঠিক হবে না। ধারাবাহিকভাবে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পরীক্ষার মূল্যায়নের পর অষ্টম শ্রেণিতে বৃত্তি দেয়ার পরামর্শ দেন তিনি।
এম জি