নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্মগঞ্জ এলাকায় মৃত গরুর মাংস বিক্রির দায়ে আব্দুল হালিম (৫৫) নামে এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অভিযান চালিয়ে মৃত গরুর মাংসসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল হালিম ফতুল্লা মডেল থানা ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকার মৃত সাইজদ্দিনের ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে তাকে ঢালীপাড়া বাজার থেকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় মৃত গরুর ২০ কেজি মাংস।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে মৃত গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ধর্মগঞ্জ ঢালিপাড়া বাজারস্থ আব্দুল হালিমের মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় মৃত গরুর মাংসসহ আব্দুল হালিমকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, একটি অসুস্থ গরু দোকানে আনেন আব্দুল হালিম। পরে ওই গরুটি মারা যায়। গরুটি অন্যত্রে ফেলে দেওয়ার কথা বলে গোপনে জবাই করে মাংস বিক্রি শুরু করেন।
বিষয়টি দেখে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্ববে ফোন দেন এক মাংস ক্রেতা। খবর পেয়ে অতিদ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পরে হাতেনাতে আব্দুল হালিমকে আটক করা হয়।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার সহকারী উপ পরিদর্শক সামছুল জানায়, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২০ কেজি মাংসসহ আব্দুল হালিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএ