ব্রাহ্মণবাড়িয়া কারাগারের এক হাজতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে মারা যান তিনি।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের মৃত রহিম মিয়ার ছেলে আলাল মিয়া (২০)।
দিদারুল আলম জানান, আলাল মাদকাসক্ত ছিলেন। গত ৭ জানুয়ারি একটি নারী-শিশু নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরও জানান, সোমবার (১৬ জানুয়ারি) আলাল অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসক আলালকে মৃত ঘোষণা করেন।
এম জি