প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রভাবমুক্ত করতে ডিইউজেএ এর সভাপতি আরিফকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বহিষ্কৃত সহ সভাপতি রেজা আকাশ বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রেজা আকাশ বলেন, বিগত দশক ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী জামায়াত-শিবিরের উপস্থিতি কমে গেলেও তাদের নামসর্বস্ব পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে সমিতিতে অনুপ্রবেশ করেছে। জামায়াত-শিবিরের বিশেষ এজেন্ডা বাস্তবায়নে কোটা বিরোধী আন্দোলন, মেট্রোরেল বিরোধী আন্দোলন, সুজন হত্যার আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনকে সরকারবিরোধী ও উপাচার্য বিরোধী জনমত গঠনে উস্কানী ছড়িয়েছে।
তিনি বলেন, ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ও পদ থাকায় সমিতির মর্যাদাক্ষুন্ন হয়েছে এমন অভিযোগ এনে সম্পূর্ণভাবে সমিতির গঠনতনন্ত্র লঙ্ঘন করে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সমিতির সহ-সভাপতির পদ থেকে আমাকে গোপন ভোটাভুটির মাধ্যমে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরো বলেন, রাজনৈতিক জ্ঞান অর্জন ও চর্চা মানুষের সাংবিধানিক অধিকার। প্রেসক্লাব, ডিইউজে, বিএফইউজেসহ বিভিন্ন পেশাদার সাংবাদিক সংগঠনের নেতৃত্বে আমরা রাজনৈতিক ব্যক্তিদের দেখতে পাচ্ছি।
রেজা আকাশ বলেন, রাজনৈতিক সচেতনতাবোধ ছাড়া সাংবাদিকতা কল্পনা করা যায়না, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বরাই সাংবাদিকতা করে সবচেয়ে সফল বলে প্রমাণিত।
সমিতির নিয়মিত সাধারণ সভা না করা, গত কমিটির বিভিন্ন রেজুলেশনের বাস্তবায়ন না করাসহ বিভিন্ন অভিযোগ এনে তিনি সমিতির বর্তমান সভাপতি আরিফুর রহমানকে অবাঞ্চিত ও বহিষ্কার ঘোঘণা করেন। এছাড়াও, বিএনপি-জামাত সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক লালন মাহমুদকে বর্জন করে প্রগতিশীল প্যানেলের সদস্যরা।
সংবাদ সম্মেলনে বহিষ্কৃত সহ-সভাপতি রেজা আকাশ একটি মুক্তিযুদ্ধের আদর্শে ও চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে কার্যকরী পদক্ষেপ নিতে উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
সানবিডি/ঢাকা/আহো