ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) আইসিএসবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এবং বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
বিআইসিএম এবং আইসিএসবি অভিন্ন একাডেমিক কার্যক্রমে যৌথভাবে সহযোগিতা করতে আগ্রহী। প্রাথমিকভাবে, এই সমঝোতা স্মারকটি উভয়পক্ষকে লাইব্রেরি এবং লাইব্রেরি সংশ্লিষ্ট উপকরণগুলিতে সরাসরি বা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে ব্যবহার করার সুযোগ পাবে, যৌথ সম্মেলন আয়োজন, সিম্পোজিয়াম এবং একাডেমিক তথ্য ও উপকরণ বিনিময়ে সহায়তা করবে।
বিআইসিএম-এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার আশা প্রকাশ করেন যে এই সমঝোতা স্মারকটি আইসিএসবি এবং বিআইসিএম-এর মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করবে যা উভয় সংস্থাকেই উপকৃত করবে।
আইসিএসবি-এর সভাপতি মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস এ উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষা কমিটির চেয়ারম্যান এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। তিনি বিআইসিএমকেও তাদের সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানান।
আইসিএসবি-এর শিক্ষা কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস ইনস্টিটিউট সম্পর্কে বিআইসিএম-এ থেকে আগত অতিথিদের অবহিত করেন এবং আইসিএসবি এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য বিআইসিএমকে ধন্যবাদ জানান। তিনি এ ধরনের উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন যা সামনের দিনে উভয় প্রতিষ্ঠানের জন্য সহায়ক হবে।
উক্ত অনুষ্ঠানে এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার, সেলিম আহমেদ এফসিএস, কাউন্সিল সদস্য, অলি কামাল এফসিএস, কাউন্সিল সদস্য, মোঃ শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এসিএস, কাউন্সিল সদস্য, মোহাম্মদ দাউদুল ইসলাম, কাউন্সিল সদস্য এবং যুগ্ম সচিব বাণিজ্য মন্ত্রণালয়, মোঃ জাকির হোসেন, সচিব ও আইসিএসবি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, এ.এস.এম. সায়েম এফসিএস, কোম্পানি সচিব বিআইসিএম, মোঃ সিরাজুল ইসলাম এসিএস, উপ-পরিচালক বিআইসিএম, আসিফ ইমরান, ডেপুটি রেজিস্ট্রার বিআইসিএম উপস্থিত ছিলেন।
এএ