মহারাষ্ট্রের মুম্বাই-গোয়া মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক শিশু ও তিন নারীসহ ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মানগাঁওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একটি ট্রাক মুম্বাই যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি রত্নগিরির গুয়াগর যাচ্ছিল। মানগাঁওয়ের কাছাকাছি পৌঁছে গাড়ি দুটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহদের মধ্যে পাঁচ পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে। এই ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছুক্ষণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি রাস্তা থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এম জি