ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৯ ১৪:০২:৩৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে টস হেরে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
জয় দিয়ে বিপিএলের নবম আসর শুরু করেছিল ঢাকা। কিন্তু এরপর টানা তিন ম্যাচে হেরেছে নাসির হোসেনের দল। নিজেদের পঞ্চম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছে ঢাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় জয়ের লক্ষ্যে একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ঢাকা। প্রথম ম্যাচ খেলে ইনজুরিতে পড়া আহমেদ শাহজাদকে একাদশে ফিরিয়েছে দলটি। এ ছাড়া চলতি আসরে প্রথমবারের মতো সুযোগ পেয়েছন লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন। আর ইনজুরি থেকে ফিরেছেন মুক্তার আলীও।
ঢাকা ডমিনেটর্স
নাসির হোসেন (অধিনায়ক), আহমেদ শাহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, জুবায়ের হোসেন লিখন, আরিফুল হক, আমির হামজা হোতাক, তাসকিন আহমেদ, মুক্তার আলী, মোহাম্মদ ইমরান ও রবিন জেমস দাস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, জাকের আলী অনিক, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, খুশদিল শাহ ও জনসন চার্লস।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












