দেশের বাজারে আসুসের নতুন চার ল্যাপটপ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১৯ ১৮:২৯:০৪
দেশের বাজারে আসুসের নতুন চারটি মডেলের ল্যাপটপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড। গতকাল বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আসুস জেনবুক ১৭ ফোল্ড ওএলইডি, জেনবুক প্রো ১৪ ডুয়ো ওএলইডি, জেনবুক প্রো ১৬ এক্স ওএলইডি এবং জেনবুক এস ১৩ ওএলইডি মডেলের ল্যাপটপগুলো বাজারে আনার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, জেনবুক ১৭ ফোল্ড ওএলইডি ল্যাপটপটি বিশ্বের প্রথম ১৭.৩ ইঞ্চির ওএলইডি ভাঁজ করা ল্যাপটপ। দেড় কেজি ওজনের এ ল্যাপটপে রয়েছে ৭৫ ওয়াটের ব্যাটারি, ফলে দীর্ঘ সময় স্বচ্ছন্দে কাজ করা যায়। ৩ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে ল্যাপটপটি। ইন্টেল কোর আই৭-১২৭০০ এইচ প্রসেসরে চলা জেনবুক প্রো ১৪ ডুয়ো ওএলইডি ল্যাপটপে স্পর্শনির্ভর পর্দা থাকায় সহজেই কাজ করা যাবে। এর দাম শুরু হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৯০ টাকা থেকে।
জেনবুক প্রো ১৬ এক্স ওএলইডি মডেলের ল্যাপটপে রয়েছে ৩২ গিগাবাইট র্যাম, ২ টেরাবাইট এসএসডিসহ ৯৬ ওয়াটের ব্যাটারি–সুবিধা। ৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে ল্যাপটপটি। জেনবুক এস ১৩ ওএলইডি মডেলের ল্যাপটপের পর্দার আকার ১৩.৩ ইঞ্চি। এএমডি রাইজেন ৭ প্রসেসরে চলা এ ল্যাপটপে ৬৭ ওয়াটের ব্যাটারি–সুবিধার পাশাপাশি সর্বোচ্চ ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহার করা যায়। এর দাম শুরু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৯০ টাকা থেকে।
অনুষ্ঠানে বক্তব্য দেন আসুসের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক লিওন উ এবং আসুস বাংলাদেশের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো. আল ফুয়াদ। অনুষ্ঠানে বাংলাদেশে আসুসের ব্যবসায়িক সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান এএসএম আবদুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দীন খন্দকার উপস্থিত ছিলেন।
এএ