নিজের প্রযোজিত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের দায়িত্বটাও নিতে চাচ্ছেন তিনি। নাটকীয়তা আর রোমাঞ্চে ঠাসা একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারবেন বলে আত্মবিশ্বাসী ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে তিনি বলেন, "জুলাই-আগস্টের মাঝেই সিনেমাটির শুটিং এর কাজ আমরা শুরু করতে পারবো। আশা করছি সবকিছু ভাল মতোই হবে। আমি সিনেমাতে অভিনয়ও করছি, কারণ এটাই সবচেয়ে কার্যকরী সিদ্ধান্ত। বাকিটা নিয়ে এখনও কাজ চলছে।”
আরো জানালেন সুপারহিরো সিনেমা বানাতে চান তিনি।
“সুপারহিরো সিনেমাটি নিয়ে কাজ চলছে, তবে এর আগে আমরা ড্রামা-থ্রিলার সিনেমাটি নিয়ে কাজ করতে চাই।”
সানি আরো জানান, সুপারহিরো সিনেমাটি নিয়ে কাজ শুরু করতে অন্তত দেড় বছর সময় নিচ্ছেন তারা।
তিন বছরের ক্যারিয়ারে অসংখ্য বিতর্কের জন্ম দেওয়া সানির নতুন সিনেমা 'ওয়ান নাইট স্ট্যান্ড’ মুক্তি পাচ্ছে শিগগিরই। এছাড়াও শাহরুখ খানের পরবর্তী সিনেমা 'রাইস' এ 'লায়লা ও লায়লা' গানটিতে নাচবেন তিনি, যে গানটি ১৯৮০ সালে পেয়েছিল তুমুল জনপ্রিয়তা।
সানবিডি/ঢাকা/মেহেদী