১৩ শতাংশ বেড়েছে চীনের স্বর্ণ উত্তোলন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২০ ০৯:০৪:৪৩


বর্তমানে স্বর্ণ উত্তোলনে বিশ্বের শীর্ষ দেশ চীন। ব্যবহারের দিক থেকেও দেশটির অবস্থান সবার ওপরে। বিদায়ী বছর চীনে মূল্যবান ধাতুটির উত্তোলন লক্ষণীয় মাত্রায় বেড়েছে। মূলত প্রধান অঞ্চলগুলো উত্তোলন বাড়ানোর কারণে এ প্রবৃদ্ধি এসেছে। তবে বছরজুড়ে ব্যবহারের পরিমাণ ছিল নিম্নমুখী। চীনা গোল্ড অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানায়, ২০২২ সালে চীনে স্বর্ণ উত্তোলন ২০২১ সালের তুলনায় ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭২ দশমিক শূন্য ৪৮ টনে।

২০২১ সালে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যাংডংয়ে কয়েকটি খনি দুর্ঘটনা ও নিরাপত্তা পরিদর্শনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এতে বাধার মুখে পড়ে উত্তোলন। তবে গত বছর এ প্রদেশের উত্তোলন ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এখানকার প্রধান খনিগুলোয় আবারো স্বর্ণ উত্তোলন শুরু হয়েছে। মহামারীপূর্ব পর্যায়ে সক্ষমতা বাড়াচ্ছে এসব খনি। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ শ্যাংসিতে নতুন উত্তোলন সক্ষমতা যুক্ত হয়েছে। এ দুটি বিষয় জাতীয় উত্তোলন বৃদ্ধিতে প্রধান প্রভাবকের ভূমিকা রেখেছে।

এনজে