সমুদ্রপথে ৩০ শতাংশ বেড়েছে রাশিয়ার তেল রফতানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২০ ১১:০২:৩০


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যেই সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল রফতানি গত সপ্তাহে ৩৮ লাখ ব্যারেলে পৌঁছেছে। গত বছরের এপ্রিলের পর এটিই সর্বোচ্চ রফতানি। এক সপ্তাহের ব্যবধানে রফতানি প্রায় ৩০ শতাংশ বেড়েছে। খবর আরটি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দৈনিক রফতানি প্রবৃদ্ধি ছিল ৮ লাখ ৭৬ হাজার ব্যারেল। এর মধ্যে বাল্টিক সমুদ্রবন্দর থেকে প্রতিদিন রফতানি এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৬ লাখ ২৬ হাজার ব্যারেল করে। এছাড়া কৃষ্ণসাগরীয় বন্দর ও প্রশান্ত মহাসাগরীয় বন্দরগুলো দিয়েও রফতানি বেড়েছে। কৃষ্ণসাগরীয় বন্দরগুলোয় দৈনিক রফতানি প্রবৃদ্ধির হার ছিল ৪৭ শতাংশ।

ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে সমুদ্রপথে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বন্ধ করেছে। গত ৫ ডিসেম্বর এ সিদ্ধান্ত কার্যকর হয়। ফলে দেশটি এশিয়ার বাজারে রফতানি বাড়াচ্ছে। অঞ্চলটিতে আর্কটিক গ্রেডের জ্বালানি তেল রফতানি সম্প্রতি নতুন গতি পেয়েছে।

এনজে