বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ আসছে না

আপডেট: ২০১৬-০৪-১৩ ১১:৪১:৪৩


বাংলাদেশ সফরে আসা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের

আগামী আগস্টের আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। সে কারণে এপ্রিল-মে মাসে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল।

গুঞ্জনটি সত্য হওয়ার অপেক্ষায় ছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু না। সময়সূচি না মেলায় বাংলাদেশ সফরে আসা হচ্ছে না ক্যারিবীয়দের। আপাতত ওয়েস্ট ইন্ডিজের সফরটি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সফরটি নভেম্বরে করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে সময় বিপিএল থাকায় আমরা সিরিজটি এগিয়ে আনতে চেয়েছিলাম। প্রস্তাব করেছিলাম এপ্রিল-মে মাসে। কিন্তু এই সময়ে আসতে রাজি হয়নি ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। তাই আপাতত সিরিজটি আর হচ্ছে না।’

সানবিডি/ঢাকা/এসএস