৫০০ শতাংশ বেড়েছে ভারতের আকরিক লোহা রফতানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-২১ ০৯:০৩:০৫
ভারত সরকার রফতানিতে শুল্কহার কমানোর পর ২০২২ সালের ডিসেম্বরে দেশটির আকরিক লোহার রফতানি সাত গুণ বেড়েছে। গত মাসে দেশটি থেকে প্রায় ২২ লাখ ৫৯ হাজার টন আকরিক লোহা রফতানি করা হয়েছে, যা চলতি অর্থবছরে তৃতীয় সর্বোচ্চ রফতানি। খবর দ্য হিন্দু বিজনেসলাইন।
বাণিজ্য তথ্যানুযায়ী, বছরওয়ারি হিসাবে রফতানি বেড়েছে প্রায় ৫০০ শতাংশ। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্টিলমিন্ট শোর তথ্যানুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে ৩ লাখ ৮০ হাজার টন আকরিক লোহা রফতানি করা হয়েছিল। ২০২২ সালের এপ্রিলের পর ডিসেম্বরে রফতানি ভালো অবস্থানে ফিরে আসে। এপ্রিলে রফতানির পরিমাণ ছিল ৩০ লাখ ৫০ হাজার টন। মে মাসে তা ২৭ লাখ টনে নেমে আসে।
এনজে