বরিশাল নগরীতে লামিয়া আক্তার সায়েমা (২২) নামে বেসরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি নগরীর সিএন্ডবি রোডের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ডিপ্লোমা তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ ও শিক্ষক জানিয়েছেন।
লামিয়া আক্তার সায়েমা বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রামের শাজাহান মোল্লার কন্যা।
ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষক সুদীপ কুমার নাথ জানান, শারীরিক অসুস্থতার কারণে সায়েমা সহপাঠীদের সঙ্গে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি করতে যায়নি। সে সিএন্ডবি রোড এলাকার মো. সুলতানের ভবনের তিনতলার ছাত্রী নিবাসে ছিল। সায়েমা নিজ কক্ষে একাই ছিল। রাত ৮টার দিকে সহপাঠীরা এসে তাকে ঝুলন্ত অবস্থায় পেয়ে চিৎকার দেয়। তখন তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই মাইনুল গণমাধ্যমকে জানান, হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করার পর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
এম জি