লংকাবাংলা ফাউন্ডেশন ফরিদপুর জেলার দুঃস্থ ও শীতার্ত সাধারণ মানুষের প্রয়োজনে ও শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) প্রথম আলো বন্ধু সভা, ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় ফরিদপুর সদর নর্থচ্যানেল ইউনিয়নের চর অঞ্চল ও একটি এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচি অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ফরিদপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আমির হামজা নিরব এবং ফরিদপুর সদর নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাকুজ্জামান (মোস্তাক) শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানটিতে প্রথম আলো বন্ধু সভার এডভার্টাইজমেন্ট সেলস এসোসিয়েট মানিক কুমার কুন্ডু এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ফরিদপুর ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার মোঃ ইলিয়াস পারভেজ রানা সহ উল্লেখিত সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএ