নওগাঁর সেবামূলক সংগঠন আলোর সন্ধানে সাপাহার শাখায় মাসিক সভা ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় সাপাহার জিরো পয়েন্ট রিপোর্টার্স ফোরামে এই সভা ও উপস্থাপনা বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আলোর সন্ধানে সাপাহার শাখার সভাপতি বিপ্লব কুমার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আলোর সন্ধানে নওগাঁ’র প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা আলতাফুল হক চৌধুরী আরব, আলোর সন্ধানে সাপাহার এর উপদেষ্টা প্রদীপ সাহা, আলোর সন্ধানে নওগাঁ’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. আরমান হোসেন।
সভায় বিগত মাস এর আলোর সন্ধানের কার্যক্রম এবং আগামী মাসের আলোর সন্ধানের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। সভার শেষে উপস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সাপাহারের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহন করে।
সানবিডি/ঢাকা/আরমান/এসএস