গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। শনিবার (২১ জানুয়ারি) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রদর্শন করে তার বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
চিঠির বক্তব্য অনুযায়ী, সাবেক মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগ গাজীপুর মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে সংগঠনের গণনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোনো কার্যকলাপে সম্পৃক্ত হবে না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার বিরুদ্ধে আনীত সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এরপর তিনি কার্যনির্বাহী সংসদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তার লিখিত আবেদন পর্যালোচনা করে এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তার প্রতি ক্ষমা প্রদর্শন করা হলো।
ভবিষ্যতে কোনো প্রকার সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বিবেচিত হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এএ