আধাঘন্টার ঝড় ও শিলাবৃষ্টিতে গাছপালা উপড়ে বৈদ্যুতিক লাইনের উপর পড়ে লন্ড ভন্ড হয়ে যায় খুলনার ফুলতলা উপজেলার ১’শ ৪০ কিলোমিটার বৈদ্যুতিক লাইন। ট্রান্সফরমার ও পোল ভেঙ্গে ও বৈদ্যুতিক তারসহ অন্যান্য সামগ্রী বিনষ্ট হয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি। বৈদ্যুতিক লাইন পুণঃস্থাপনে বিদ্যুৎ বিভাগের স্থানীয় কর্মচারী ও জরুরী ভিত্তিতে নিয়োগকৃত ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তবে গত এক সপ্তাহেও সকল এলাকায় বিদ্যুৎ সঞ্চালন দেয়া সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফুলতলা উপজেলার ৩টি ইউনিয়নে ১’শ ৩৯ কিলোমিটার বৈদ্যুতিক সঞ্চালন লাইন রয়েছে। এর মধ্যে ওয়েষ্ট পাওয়ার জোন ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর ৬০ কিলোমিটারের মধ্যে ১১কেভি লাইনের পরিমান ৫ কিঃমিঃ, ১১/০.৪ কেভি লাইন ১৩কিঃমিঃ, ০.৪ কেভি লাইন ৪২কিঃমিঃ। এছাড়া পল্লী বিদ্যুতের লাইন রয়েছে ৭৯ কিঃমিঃ। সূত্রমতে, গত ৫ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা রাতে আধাঘন্টা ঝড়ে এবং রাস্তার দু’পাশের গাছ পড়ে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়।
ওজোপাডিকো’র ফুলতলার আলকায় গাছ পড়ে ১০০ কেভি’র ট্রান্সফরমারটি ছিটকে পড়ে। ফুলতলা বাজারের মিছরী দেওয়ান শাহ সড়কস্থ ২০০শ’ কেভি’র ট্রান্সফরমারটিও বিকল, ৯টি পোল ভেঙে পড়ে। তাদের ৬০ কিঃমিঃ বৈদ্যুতিক লাইনের মধ্যে ১৫কিঃমিঃ সম্পূর্নরূপে বিনষ্ট হয়। এছাড়া অন্যান্য সরঞ্জামাদি নষ্ট হয়। সংস্থাপন ব্যয়সহ বৈদ্যুতিক সরঞ্জামাদি’র আনুমানিক মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। আবার পল্লী বিদ্যুতের ৩৩টি পোল ভাঙ্গাসহ অধিকাংশ এলাকাতেই তার ছিড়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এ সংক্রান্ত ক্ষয়-ক্ষতির পরিমান অর্ধকোটি টাকারও বেশি বলে সূত্রের দাবি।
ওজোপাডিকো’র আবাসিক প্রকৌশলী আলহাজ্ব আবুল হাসান খান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুমোদিত ছুটি বাতিল করে ঘটনার দিন থেকে উপ-সহকারী প্রকৌশলী মোঃ তোবারক আহম্মেদকে সঙ্গে নিয়ে নিজেদের স্বল্প জনশক্তির পাশাপাশি জরুরীভিত্তিতে ঠিকাদার লোক নিয়োগ ও ভান্ডারের মালামাল, ধার কর্জ এবং পুরাতন ডেটলাইনের মালামাল নিয়ে বৈদ্যুতিক লাইনের সংস্কার শুরু করা হয়।
৭দিনের ব্যবধানে ক্ষতিগ্রস্থ লাইনের সংস্কার করে ইতোমধ্যে ৯০ভাগ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়েছে। অপরদিকে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম দিলীপ কুমার বাইন বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থ ব্যপক এলাকায় বৈদ্যুতিক লাইন সংস্কারের জন্য প্রয়োজনীয় জনবল না থাকলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যে ২৪টি পোল পুণঃস্থাপন হয়েছে। নিজস্ব জনশক্তির মাধ্যমে বৈদ্যুতিক লাইনের মেরামত চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে সকল গ্রাহকদের বৈদ্যুতিক সংযোগ দেয়া সম্ভব হবে।
সানবিডি/ঢাকা/তাপস/এসএস