পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ এবং রসায়ন খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি, ২০২৩) রাজধানীর গুলশানে আয়োজন করা হয় অনুষ্ঠানের।
বার্ষিক বিক্রয় সম্মেলনে ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম আনোয়ারুল হক, মহা ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান বিপনন কর্মকর্তা আর আই চৌধুরী, প্রধান হিসাবরক্ষন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, কোম্পানী সচিব মহিউদ্দিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধবতন কর্মকর্তারা।
সম্মেলন শেষে ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম আনোয়ারুল হক ২০২২ সালের সেরা পারফরমারদের পারফরমারর্স অব দ্য ইয়ারসহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস