সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৩৭ বারে ৩ লাখ ৮৭ হাজার ৫৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ৪৯৫ বারে ৩ লাখ ৫৩হাজার ৮৮৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনার বাংলা ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১০৩ বারে ৮ লাখ ৮১ হাজার ৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পিপলস ইন্স্যুরেন্সের ৭.৩২ শতাংশ, সি পার্ল বীচের ৭.৩১ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭.২২ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৮৮ শতাংশ, নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের ৬.৭৮ শতাংশ এবং মেট্রো স্পিনিং লিমিটেডের ৫.২২ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস