লস অ্যাঞ্জেলেসে চীনা নববর্ষ অনুষ্ঠানে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। হামলায় ১০ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন অন্তত আরও নয় জন।
স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) মন্টেরি পার্কে অনুষ্ঠিত চীনা নববর্ষ উদযাপনের স্থানের আশপাশে গুলি চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদপত্র।
তার আগের দিন সেখানে কয়েক হাজার মানুষ এই উৎসবে যোগ দিয়েছিলেন।
মন্টেরি পার্ক লস অ্যাঞ্জেলেস কেন্দ্রীয় শহর থেকে ১১ কি.মি. দূরে অবস্থিত। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আরএমজি নিউজ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী পলাতক রয়েছে।
এএ