‘বাংলাদেশে গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড এবং ভারতের গাড়ি নির্মাতা কোম্পানি অশোক লেল্যান্ড যৌথভাবে স্বপ্নযাত্রা শিরোনামে যাত্রা শুরু করল। এই যাত্রায় পিকআপ ভ্যান ‘ফিনিক্স’ এবং মিনিবাস ‘মিত্র’ নামে নতুন দুটি গাড়ি বাজারে এনেছে।
গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে এ নতুন মডেলের গাড়ি দুটির বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মিত্র মিনিবাস সম্পর্কে জানানো হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম বাস উৎপাদনকারী কোম্পানি অশোক লেল্যান্ডের এই বাসে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা এবং ইঞ্জিন নিয়ন্ত্রিত এসি সিস্টেম, যা আপনার প্রত্যাহিক যাতায়াতকে করবে আরামদায়ক, নিরাপদ ও আনন্দময়। অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা গার্মেন্টস থেকে শুরু করে ট্যুরিজমসহ যে কোনো ক্ষেত্রেই মিত্র মিনিবাসটি একটি আদর্শ বাহন।
ফিনিক্স পিকআপ সম্পর্কে বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড জানায়, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে অধিক পারফরম্যান্স, বেশি মুনাফা ও প্রশান্তির নিশ্চয়তা নিয়ে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ফিনিক্স পিকআপ ক্রেতাদের ব্যবসা নিশ্চিত করার পাশাপাশি আনবে সমৃদ্ধি। সেই সঙ্গে অধিক জ্বালানি সাশ্রয় ও প্রতি লিটারে ১২-১৪ কিলোমিটারের দুর্দান্ত মাইলেজ বেশি মুনাফা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ভাইস চেয়ারম্যান তানভীর আহমেদ, তাসকিন আহমেদ, তাসফিন আহমেদ, অ্যাডভাইজার পারভেজ সাজ্জাদ এবং অশোক লেল্যান্ডের হেড অব ইন্টারন্যাশনাল অপারেশনস আমানদীপ সিং এবং সুজন রায়সহ বিভিন্ন ব্যাংক-বীমা, শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আই এইচ