সমন্বয়হীনতার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিশ হাজার শিক্ষার্থীর একমাত্র কেন্দ্রীয় ক্যান্টিন দুই দিন ধরে বন্ধ রয়েছে। দায়িত্বপ্রাপ্তরা বলছেন তারা জানেননা। অন্যদিকে ক্যান্টিনের কর্মচারীরা বলছেন কাকে জানাবেন তা তারা জানেননা। এই সমন্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এবং বুধবার জবির কেন্দ্রীয় ক্যান্টির বন্ধ রয়েছে। এতে সম্পূর্ণ অনাবাসিক এই বিশ্ববিদ্যালয়ের বিশ হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছেন।
শরিফুল ইসলাম নামে শেষ বর্ষের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, পরপর দুই দিন ক্যান্টিন বন্ধ থাকায় তিনি দুপুরে না খেয়ে আছেন। ক্যাম্পাসে ক্লাস শেষ হয় বিকেল ৩টার সময়। মেসে ফিরতে তার দুই ঘন্টা সময় লাগে। এই দীর্ঘ সময় তিনি জবির একমাত্র ক্যান্টিনের উপরই ভরসা করেন। কিন্তু ক্যান্টিনব বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন তিনি।
একই অভিযোগ করেন মিরপুর, খিলখেত, মুºা, যাত্রাবাড়িসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা জবির শিক্ষার্থীরা।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মঙ্গলবার ক্যান্টিনব বন্ধ ছিল পানির অভাবে। কিন্তু বুধবার পানি থাকলেও জবি প্রশাসন ক্যান্টনটি খোলার ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। শিক্ষার্থীদের ভোগান্তির কথা তারা চিন্তা করেনি।
এ বিষয়ে জবি ক্যান্টিনের কর্মচারী আলতাফ বলেন, মঙ্গলবার সারাদিন পানি ছিলনা। বুধবার সকালে পানি আসলেও তিনি ক্যান্টিন খুলতে পারেননি। বিষয়টি কাকে জানাতে হবে তার নাম জানেন কিন্তু তাকে চেনেননা।
ক্যান্টিন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জবি ছাত্রকল্যান পরিচালক মো: শফিকুর রহমান বলেন, ক্যান্টিনব বন্ধ থাকার বিষয়টি তিনি জানেননা। ক্যান্টিনে যারা কাজ করে তারা কেউ তাকে জানায়নি।
সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস