ঈদে রওশন ময়মনসিংহে, এরশাদ রংপুরে
আপডেট: ২০১৫-০৯-২১ ১৮:৪৮:৫১
দু’জন স্বামী-স্ত্রী। একজন সাবেক রাষ্ট্রপতি। অন্যজন সাবেক ফার্স্টলেডি ও বর্তমান বিরোধীদলীয় নেতা। এবারের ঈদ একসঙ্গে করছেন না তারা দু’জন।
জাতীয় সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ এবার ঈদে থাকবেন ময়মনসিংহে। ময়মনসিংহ বিভাগ বাস্তবায়িত হওয়ায় তিনি ময়মনসিংহবাসীর সঙ্গে সেই আনন্দ-উৎসব উপভোগ করবেন।
বিরোধীদলের নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব ফখরুল ঈমাম এমপি বলেন, ‘২৩ সেপ্টেম্বর রওশন এরশাদ ময়মনসিংহে যাবেন। সেখানেই তিনি ঈদ কাটাবেন।’
অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বরাবরের মতো এবারও কোরবানির ঈদে থাকবেন রংপুরে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার বলেন, ‘স্যার (এরশাদ) মঙ্গলবার রংপুরে যাচ্ছেন। সেখানেই ঈদ কাটিয়ে ঢাকায় ফিরবেন।’
এদিকে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পবিত্র হজ উদযাপন করতে সৌদি আরবে রয়েছেন।